হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার:
রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে স্বামী, স্ত্রী ও তাদের ১৭ বছর বয়সী সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনজনের মৃত্যু নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
মারা যাওয়া তিনজন হলেন—লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও তাদের ছেলে নাইম হোসেন।
রোববার (২৯ জুন) দুপুরে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শনিবার বিকেলে ওই দম্পতি তাদের ছেলেকে নিয়ে মগবাজারের ‘হোটেল সুইট স্লিপ’-এ ওঠেন। রোববার সকালে দম্পতির এক আত্মীয় হোটেলে গিয়ে দেখেন স্বপ্না বমি করছেন। পরে স্বপ্না ও নাইমকে দ্রুত আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, স্বামী মনির হোসেনও কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ডিসি মাসুদ আলম জানান, মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে বিষক্রিয়া বা অন্য কোনো কারণ সন্দেহ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। হোটেলের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।