মোঃ শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট:
বাগেরহাট পৌরসভার অভ্যন্তরীণ এলাকায় কয়েক মিনিটের হালকা বৃষ্টিতেই দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। শনিবার (২৯ জুন) দুপুরে সামান্য বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা।
শহরের বিভিন্ন রাস্তায় জমে থাকা পানিতে দেখা গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। স্থানীয় কিছু বাসিন্দা রীতিমতো জাল ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে রাস্তায় নেমে পড়েন। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়েই মাছ ধরছেন, যা শহরের নাজুক ড্রেনেজ ব্যবস্থার করুণ বাস্তবতা তুলে ধরছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই শহরের প্রধান সড়ক ও পাড়া-মহল্লায় পানি জমে যায়। ড্রেনগুলো উপচে পড়ে এবং দ্রুত পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় পুরো শহর যেন জলমগ্ন হয়ে পড়ে।
ব্যবসায়ীরাও জানাচ্ছেন একই ক্ষোভ। তাদের মতে, জলাবদ্ধতার কারণে দোকানপাটে ক্রেতা কমে যায়। অনেক দোকানে পানি ঢুকে পড়ায় পণ্যসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। ব্যবসায়ীরা বলেন, “জলাবদ্ধতা যেন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই ব্যবসা বন্ধ হয়ে যায়, ক্ষতি আমাদেরই গুণতে হয়।”
বাগেরহাট শহরের নাগরিক জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। পৌর কর্তৃপক্ষের কার্যকর ও টেকসই পদক্ষেপ ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া অসম্ভব বলে মনে করছেন সচেতন মহল।