চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু ২২ জনের
প্রভাষক জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার
দেশে আবারও করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। শনিবার (২৮ জুন) করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১৮১টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ। মারা যাওয়া দুইজনের বয়স ৩১ থেকে ৮০ বছরের মধ্যে। তাঁরা চট্টগ্রাম ও সিলেটের বাসিন্দা ছিলেন।
এদিকে, আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে, দেশে করোনার নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে—এক্সএফজি ও এক্সএফসি। এ দুটিই অমিক্রনের জেএন.১ উপধরনের অন্তর্ভুক্ত, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। এরপর থেকে আজ (২৮ জুন ২০২৫) পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জনে এবং মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২১ জনে পৌঁছেছে।