ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করার সুযোগ বন্ধ হচ্ছে
দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স :
ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ফেসবুকে আলাদা করে ‘ভিডিও’ বা ‘রিলস’ বলে কিছু থাকবে না—সব ধরনের ভিডিও-ই সরাসরি ‘রিলস’ হিসেবে প্রকাশিত হবে। ফলে যারা স্বতন্ত্র ভিডিও কনটেন্ট তৈরি করে ফেসবুকের মাধ্যমে আয় করতেন, তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেই পথ।
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুধু বিনোদনের নয়, অনেকের আয়ের প্রধান উৎসও ছিল। কেউ পণ্য বিক্রি করে, কেউবা ভিডিও কনটেন্ট তৈরি করে মাসে লাখ টাকার বেশি আয় করতেন। কিন্তু মেটার এই নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ভিডিও পোস্ট করলেই তা স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে এবং আয়ের সুযোগ থাকবে কেবল রিলসের মধ্য দিয়েই।
পূর্বে ফেসবুকে ভিডিও এবং রিলস—এই দুটি আলাদা বিভাগে কনটেন্ট আপলোড করা যেত। নতুন নীতিমালায় এই দুই মাধ্যমকে একত্র করে একটি সহজ ও সমন্বিত ইন্টারফেস চালু করা হচ্ছে, যেখানে ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ারের সকল সুবিধা একসঙ্গে পাওয়া যাবে।
এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হচ্ছে কিছু নতুন ভিডিও টুলসও। এসব টুল ব্যবহার করে ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলা যাবে। উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ভিডিওর সময়সীমার বাধ্যবাধকতা তুলে দেওয়া। আগে যেখানে রিলসের দৈর্ঘ্য ৬০ বা ৯০ সেকেন্ডে সীমিত ছিল, এখন ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে সর্বোচ্চ ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত আপলোড করতে পারবেন।
তবে মেটার এই সিদ্ধান্তে ভিডিও কনটেন্ট নির্মাতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, নতুন এই ব্যবস্থায় তাদের আয়ের ধরন ও কৌশলে বড় রকমের পরিবর্তন আসবে। তাই আগের মতো স্বাধীনভাবে ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করতে হলে কনটেন্ট নির্মাতাদের এখন রিলস বানানোর দিকেই মনোযোগ দিতে হবে।