জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ইরানের
প্রভাষক জাহিদ হাসান, দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স :
অপেশাদার আচরণের অভিযোগ তুলে জাতিসংঘের পরমাণু সংস্থা (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে চায় ইরান। এ বিষয়ে দেশটির পার্লামেন্টে একটি বিল উত্থাপন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ।
সোমবার পার্লামেন্ট অধিবেশনে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আগেই এক ধর্মীয় ফরমানের মাধ্যমে পরমাণু অস্ত্রকে হারাম ঘোষণা করেছেন। তবে আইএইএ তাদের প্রতিশ্রুতি পালন না করে এক রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। তাই সংস্থাটি যতদিন না পেশাদার আচরণের বাস্তব নিশ্চয়তা দিচ্ছে, ততদিন আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার জন্য একটি বিল সংসদে পাসের প্রস্তাব বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা একপ্রকার সরাসরি যুদ্ধ ঘোষণা। ইসরায়েলি শাসনব্যবস্থার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। এই আগ্রাসনের কঠিন জবাব দেওয়া হবে, যা মার্কিন নেতৃত্বকে অনুশোচনায় ফেলবে।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করে। এর ধারাবাহিকতায় রবিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান এলাকার তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তেহরান জানিয়েছে, তারা নিজেদের মতো করে এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।