স্টাফ রিপোর্টার: হারুন অর রশিদ | দৈনিক সংবাদ ৭১
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় সংক্রমণ ঠেকাতে দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই দেশের প্রতিটি বন্দরে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধিমালার (আইএইচআর) আওতাভুক্ত ডেস্কগুলোকে আরও সক্রিয় হতে বলা হয়েছে।
১. জনসমাগম এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন।
২. নিয়মিত মাস্ক ব্যবহার করুন—বিশেষ করে শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে।
৩. হাঁচি-কাশির সময় নাক ও মুখ ঢেকে রাখুন, কনুই বা টিস্যু ব্যবহার করুন।
৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন।
৫. সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না।
৭. আক্রান্ত ব্যক্তিদের থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নির্দেশনাগুলো মেনে চললে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানানো হয়েছে।