1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
যশোর শহরের বুক ডিপোতে দিনেদুপুরে ক্যাশবাক্স ভেঙে দেড় লাখ টাকার চুরি | দৈনিক সংবাদ ৭১
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিত, আপিল করবে দুদক করোনায় আরও একজনের মৃত্যু ফকিরহাটে এসএসসি পরীক্ষায় উপজেলায় প্রথম সৈয়দা শায়িকা রিফা — অভিনন্দন ও শুভেচ্ছা ঢাকায় মহাসমাবেশ সফল করতে উখিয়ায় জামায়াতের গণসংযোগ দিনাজপুরে নাশকতার মামলায় উপজেলা আ.লীগ সভাপতি সাগরসহ ৭ জন কারাগারে ফকিরহাটে ২০,৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফকিরহাটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম ফকিরহাটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম ইতিহাস গড়ল বাংলাদেশ, এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক কক্সবাজারে আসামিকে মোবাইল ফোন সুবিধা দেওয়ায় ৫ পুলিশ সদস্য ক্লোজড

যশোর শহরের বুক ডিপোতে দিনেদুপুরে ক্যাশবাক্স ভেঙে দেড় লাখ টাকার চুরি

স্টাফ রিপোর্টার,
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫

 


যশোর শহরের বুক ডিপোতে দিনেদুপুরে ক্যাশবাক্স ভেঙে দেড় লাখ টাকার চুরি: রহস্য ঘিরে ব্যবসায়ী মহলে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোর শহরের ব্যস্ততম এলাকা মুজিব সড়কের দড়াটানা মোড়সংলগ্ন যশোর বুক ডিপো নামের একটি বই বিক্রয় প্রতিষ্ঠানে মঙ্গলবার (১৭ জুন) দিনেদুপুরে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির ক্যাশবাক্সের তালা ভেঙে চোরেরা প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি শহরের ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারণ এটি ঘটেছে দিনের আলোয় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকায়, যেখানে নিয়মিত আইনজীবী, ব্যবসায়ী ও পথচারীদের আনাগোনা লেগেই থাকে।

ঘটনার বিবরণ:

চুরিকৃত প্রতিষ্ঠান যশোর বুক ডিপোর পরিচালক পারভেজ হোসেন জানান, তার দোকানটি মুজিব সড়কের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচতলায় অবস্থিত। বই বিক্রির পাশাপাশি তিনি মোবাইল ব্যাংকিং সেবাও (বিশেষ করে বিকাশ) পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায়ের জন্য তিনি মসজিদে যান এবং যাওয়ার আগে পাশের ফুটপাতে বসা ক্ষুদ্র ব্যবসায়ী জুম্মানকে দোকানটি সাময়িক দেখভাল করার অনুরোধ করেন। ক্যাশবাক্সে তালা লাগিয়ে নিশ্চিন্তে মসজিদে যান তিনি।

কিন্তু নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, দোকানের ক্যাশবাক্সটি ভাঙা এবং ভিতরে থাকা টাকা উধাও। আশ্চর্যের বিষয় হলো, ওই সময়ে দোকানে থাকা জুম্মানকেও আর খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পাশের দোকানগুলো থেকেও কেউ তার অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি।

সিসি ক্যামেরার রহস্যজনক অচলতা:

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে জানা যায়, দোকানে স্থাপিত সিসি ক্যামেরার মূল সুইচ চুরি হওয়ার আগেই কেউ একজন হাত দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে ঘটনার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। শুধু একটি দৃশ্যে চোরের পায়ের একটি অংশ ক্যামেরায় ধরা পড়ে, যা থেকে পরিপূর্ণ শনাক্ত সম্ভব হয়নি।

আটক ও তদন্ত অগ্রগতি:

পুলিশ জুম্মানকে ঘটনাস্থলের আশপাশ থেকে খুঁজে না পেয়ে তার সম্ভাব্য অবস্থান খতিয়ে দেখে এবং পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চুরির সঙ্গে জড়িতরা ওই দোকানে আগেও যাতায়াত করতেন এবং ভিতরের গোপন তথ্য সম্পর্কে জানতেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত। দোকানের ভেতরের অবস্থা সম্পর্কে চোরেরা জানত এবং তারা ক্যামেরা বন্ধ করার বিষয়টিও পরিকল্পনার অংশ হিসেবে করেছে। আমরা জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে কাজ করছি।”

তিনি আরও জানান, আশপাশের অন্যান্য দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সম্ভাব্য আগমন ও প্রস্থান পথগুলো যাচাই করা হচ্ছে। খুব শিগগিরই পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যবসায়ী মহলে ক্ষোভ ও উদ্বেগ:

এই ঘটনার পর শহরের অনেক ব্যবসায়ী উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, ব্যস্ততম এলাকায় দিনের বেলায় যদি এমন চুরি হতে পারে, তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।