রায়হান হোসেন, স্টাফ রিপোর্টার
তারিখঃ ১৭ জুন ২০২৫
যশোর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ জুন) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা সীমান্তবর্তী এলাকা পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে পৃথক পৃথক অভিযানে অংশ নিয়ে এসব পণ্য আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আটককৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে—বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকারের ঔষধ ও কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা (৳১৭,২৩,৫৪০/-)।
এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রকে চিহ্নিত করে ধরতে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি এসব পণ্য আটক করতে সক্ষম হয়েছে।”
তিনি আরও জানান, “দেশের যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। আমাদের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা বিজিবির এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়ে জানান, সীমান্ত এলাকায় এমন অভিযান নিয়মিত হলে মাদক ও চোরাচালান অনেকাংশেই কমে আসবে।
উল্লেখ্য, যশোর সীমান্ত চোরাচালান ও মাদক পাচারের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এ এলাকায় বিজিবি’র নজরদারি ও তৎপরতা বাড়ানোর ফলে চোরাকারবারীদের নানামুখী তৎপরতায় বড় ধাক্কা লাগছে।