আবিদ হাসান আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার
যশোরের মনিরামপুর উপজেলায় দিনদুপুরে এক নাটকীয় ছিনতাইয়ের ঘটনায় ‘নগদ’ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুয়াদা জামতলা মোড়ে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
নগদের যশোর শাখার কর্মকর্তা রবিউল ইসলাম জানান, তিনি একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ১৫-৫৫৯২৩) করে যশোর শহর থেকে মনিরামপুর উপজেলার সাব অফিসে টাকা পৌঁছে দিতে রওনা হয়েছিলেন। টাকা বহনের সময় গাড়িতে কোনো প্রহরী বা নিরাপত্তাকর্মী ছিল না বলে জানা গেছে।
পথিমধ্যে কুয়াদা জামতলা মোড়ে পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রাইভেটকারটির গতিরোধ করে। এরপর তারা গাড়ির গ্লাস ভেঙে ভেতরে ঢুকে রবিউল ইসলামকে মারধর করে এবং গাড়িতে থাকা নগদের ৫৫ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
রবিউল ইসলাম জানান, “ঘটনাটি এত দ্রুত ঘটে যে, আমি প্রতিরোধ করার সুযোগই পাইনি। ওরা গাড়ির কাচ ভেঙে আমাকে ঘুষি মারে এবং তখনই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। চারপাশে কেউ থাকলেও ভয় ও অপ্রত্যাশিত ঘটনার কারণে কেউ কিছুই করতে পারেনি।”
ঘটনার পরপরই বিষয়টি মনিরামপুর থানাকে জানানো হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল শেখ সাংবাদিকদের জানান, “এটি একটি পরিকল্পিত ছিনতাই বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন গোয়েন্দা ইউনিট কাজ শুরু করেছে। টাকাগুলো উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াদা জামতলা মোড় এলাকায় সাধারণত সকালের দিকে বেশ জনসমাগম থাকে। তবে ঘটনার সময় দুর্বৃত্তরা এত দ্রুত হামলা চালায় ও পালিয়ে যায় যে আশপাশের মানুষ কেউ প্রতিরোধ করতে পারেনি।
এদিকে, এমন একটি অর্থবাহী যাত্রায় কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলোর উচিত এমন বড় অঙ্কের অর্থ বহনের সময় প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী ও উপযুক্ত পরিবহন নিশ্চিত করা।
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নগদের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।