আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র্যাব ও পুলিশ। যৌথভাবে পরিচালিত বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা, ১৩৭৫ পিস ইয়াবাসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন মামলায় পলাতক আরও সাতজন আসামিকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৬ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয় বলে র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে দুই নারীর কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক নারীরা হলেন:
অন্যদিকে, ইয়াবাসহ আটক হন আরও দুই ব্যক্তি:
উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবার ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে আটক চার মাদক ব্যবসায়ীকে আসামি করা হয়েছে।
একই দিনে ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে আরও সাতজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়, যাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব আসামিদের অনেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
গ্রেফতার হওয়া সব আসামিকে মঙ্গলবার (১৭ জুন) আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব ও পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের সহায়তা ও তথ্য প্রদানেই তারা এ ধরনের অভিযানকে আরও বেগবান করতে চান।