ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক নম্বর মোড়ে আবারও ঘটলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রবিবার (১৫ জুন) বিকেলে যাত্রীবাহী একটি বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু যাত্রী আহত হন। দুর্ঘটনার পর এলাকায় সৃষ্টি হয় চরম চাঞ্চল্য, ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রচণ্ড গতিতে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অনেক যাত্রী বাস ও ট্রাকের ভেতরেই আটকে পড়েন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বাস ও ট্রাকের ভেতর আটকে পড়া আহত যাত্রীদের কেটে কেটে বের করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান,
“ট্রাকের কেবিনে আটকে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করতে আমাদের দীর্ঘ সময় লেগে যায়। হতাহতদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।”
এলাকাবাসীরা জানিয়েছেন, ঈশ্বরগঞ্জের এক নম্বর মোড় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
স্থানীয় এক বাসিন্দা বলেন,
“প্রতিবার দুর্ঘটনার পর কিছুদিন হইচই হয়, কিন্তু এরপর সবাই চুপ। এই মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত না হলে সামনে আরও বড় দুর্ঘটনা ঘটবে।”
এই মোড় দিয়ে প্রতিদিনই চলাচল করে অসংখ্য বাস, ট্রাক ও ছোট যানবাহন। অতিরিক্ত গতি, অনিয়ন্ত্রিত চালনা এবং ট্রাফিক নজরদারির অভাবে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, দ্রুতগতিতে চলা যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও মোড়ে ট্রাফিক ব্যবস্থা উন্নত না করলে প্রাণহানি বন্ধ হবে না।