এলাহী সাগর, বোদা (পঞ্চগড়):
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে পঞ্চগড়ের বোদায় ব্যাচ ভিত্তিক নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাতে বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টটির শুভ সূচনা হয়।
টুর্নামেন্টের আয়োজক ছিল এসএসসি ২৭তম ব্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক দিলরেজা ফেরদৌস চিন্ময়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুবেল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বোদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তরুণ সাংবাদিক এলাহী কুদরত আমীন সাগর, প্রেসক্লাবের সহ-সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, সাবেক কৃতি খেলোয়াড় সেকেন্দার আলী, সামাজিক সংগঠক স্বচ্ছ, জামাল, রিজন ও সুজল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“আমাদের তরুণ প্রজন্ম আজ মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি সমাজ থেকে অপসংস্কৃতি দূর করতেও কার্যকর ভূমিকা রাখে।”
উদ্বোধন শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি এসএসসি ব্যাচভিত্তিক দল মাঠে নামে। পুরো টুর্নামেন্টের তত্ত্বাবধানে ছিলেন বোদা উপজেলা টু স্টার ফুটবল একাডেমির পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল।
রাতভর চলা খেলায় দর্শকদের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়। তরুণদের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে নেওয়ার মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে চান তারা।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতের জন্য এক মাদকমুক্ত, স্বপ্নবান প্রজন্ম গঠনে সহায়ক হবে।