‘কিং হারমোনি অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস
🗓 দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক | ১২ জুন ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ‘কিং হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ১২ জুন, লন্ডনের বাকিংহাম প্যালেসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজা চার্লস তার হাতে এ সম্মাননা তুলে দেন।
২০২৪ সাল থেকে রাজা চার্লস ‘কিং হারমোনি অ্যাওয়ার্ড’ চালু করেন, যার উদ্দেশ্য হলো প্রকৃতির সঙ্গে সুর মিলিয়ে জীবনযাপনে অগ্রণী ভূমিকা রাখা এবং মানবকল্যাণে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তিদের সম্মানিত করা। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।
পুরস্কার প্রদানের আগে রাজা চার্লস বাকিংহাম প্যালেসে ড. ইউনূসকে একান্ত সাক্ষাতে স্বাগত জানান। প্রায় ৩০ মিনিটব্যাপী এ বৈঠকে তারা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকও এ সময় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় অধ্যাপক ইউনূস বলেন, “এই সম্মাননা শুধু আমার জন্য নয়, বাংলাদেশ ও মানবতার কল্যাণে যারা কাজ করেন, তাদের সবার জন্য। এটি একটি বিরাট সম্মানের বিষয়।”
ড. মুহাম্মদ ইউনূস একজন বিশ্ববরণ্যে শান্তিকর্মী হিসেবে পরিচিত। ২০০৬ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এছাড়াও ২০১০ সালে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি লাভ করেন।
বাংলাদেশের ইতিহাসে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি আজীবন শান্তি, মানবতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।