বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির সাথে সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের মতবিনিময় সভা
ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোরহানউদ্দিন উপজেলা শাখার আওতাধীন ৯টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি এবং সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম।
বুধবার (১১ জুন ২০২৫) সকাল ১১টায় উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে এ সভায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী নেতারা মাঠ পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা ও প্রস্তাব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, “বিগত ১৭ বছর ধরে আপনারা দলের প্রতি যে নিষ্ঠা ও শ্রম দিয়ে কাজ করেছেন, তা প্রশংসনীয় ও অনুকরণীয়। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন আপনারা। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনেও সেই ধারাবাহিকতায় আপনারা দলের জন্য নিবেদিতভাবে কাজ করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সুসংগঠিতভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”
তিনি আরো বলেন, “দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে সমন্বয় রেখে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। একসাথে কাজ করলেই বিজয় সম্ভব।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ম আহ্বায়ক হাসান হাওলাদার, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, শহীদুল আলম নাসিম কাজী ও হুমায়ুন কবির সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাবউদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সম্পাদক তানজিল হাওলাদার এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি।
সভায় উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।