নিবন্ধন ফিরে পাওয়ার পর যা বললেন জামায়াত আমির
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ রোববার (১ জুন) জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন। এর ফলে দীর্ঘ এক যুগ পরে রাজনৈতিকভাবে স্বীকৃতির পথে এক ধাপ এগোল দলটি।
রায় ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই রায়ের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন,
"আলহামদুলিল্লাহ! বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।"
ডা. শফিক আরও বলেন,
"মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই—আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।"
পরে আরেকটি পোস্টে দলের নেতা-কর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানান জামায়াত আমির। তিনি লেখেন,
"আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান—আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়। নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তাঁর পবিত্রতা ঘোষণা করি এবং তাঁর নামে তাকবির পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাগোড়া তাঁর করুণা-সিক্ত করে রাখুন। আমিন।"