টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, সিএনজি জব্দ
মোঃ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি
তারিখ: ২ জুন ২০২৫
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এক চৌকস অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারের সাথে জড়িত ব্যক্তিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন-এর সার্বিক দিকনির্দেশনায় ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই (নি:স্ত্র) রুবেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উখিয়া থেকে একটি সিএনজি গাড়ি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট টেকনাফের হ্নীলা বাজারের দিকে আসছে। তথ্যের সত্যতা যাচাই ও অভিযান পরিচালনার জন্য পুলিশ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজারের উত্তরে ভাঙা ব্রিজ এলাকায় অবস্থান নেয়।
সেখানে টেকনাফগামী একটি সবুজ রঙের সিএনজি গাড়িকে থামার সংকেত দিলে, চালক গাড়ি থামিয়ে যাত্রীসহ অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পুলিশ উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় পায়:
এসআই রুবেল হোসেন টর্চ লাইটের আলোতে প্রাপ্ত আলামত জব্দ তালিকাভুক্ত করেন। এরপর তিনি সম্ভাব্য সকল এলাকায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, পলাতক আসামীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা টেকনাফ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতায় এখন নিয়মিত অভিযান ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে।