বিলাইছড়িতে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি, রাঙ্গামাটি
রাঙ্গামাটির বিলাইছড়িতে টানা অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী প্রদান করেছে বিলাইছড়ি উপজেলা প্রশাসন।
শনিবার (৩১ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে, উপজেলা খাদ্য গুদামের সামনে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। মোট বিতরণ করা হয় ৩১০ কেজি চাল।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন,
“ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে প্রাথমিক খাদ্য নিরাপত্তা পায়, সেই লক্ষ্যেই দ্রুত এ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন বড়ুয়া এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিলাইছড়ি উপজেলা ইউনিটের সভাপতি মোঃ আলী আজগর।
রেড ক্রিসেন্টের উপজেলা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও সহায়তার উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চল হিসেবে বিলাইছড়ি প্রায়শই প্রাকৃতিক দুর্যোগ— বিশেষ করে অতিবৃষ্টি, ভূমিধস ও পাহাড়ি ঢলের মুখে পড়ে। এ কারণে এখানকার বাসিন্দারা বছরের বেশ কিছু সময় ঝুঁকির মধ্যে কাটান। এ ধরনের দুর্যোগে প্রশাসনের দ্রুত ত্রাণ কার্যক্রম স্থানীয়দের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করে।
ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“বৃষ্টিতে আমাদের ঘরদোর ভেসে গেছে। হাতে কোনো খাবার ছিল না। উপজেলা প্রশাসন চাল দিয়ে পাশে দাঁড়িয়েছে— এজন্য আমরা কৃতজ্ঞ।”
উপজেলা নির্বাহী অফিসার জানান, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য প্রশাসন প্রস্তুত আছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।