ফকিরহাটে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ পরিবহনের ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত
আলী আকবর, ব্যুরো চিফ, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস (এসি) পরিবহনের ধাক্কায় এক অজ্ঞাতনামা পথচারী (বয়স আনুমানিক ৪৫ বছর) নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ ঢাকাগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, “টুঙ্গিপাড়া এক্সপ্রেস (এসি) পরিবহনের গতি সবসময়ই মাত্রাতিরিক্ত থাকে। তারা কোনো ট্রাফিক আইন মানে না। বিগত দিনগুলোতেও সড়কে অধিকাংশ দূর্ঘটনার পেছনে এই পরিবহনের নাম উঠে এসেছে।”
দুর্ঘটনার পরপরই অজ্ঞাতপরিচয় এক নারী একটি ভ্যানে করে মরদেহটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। ফলে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তখন মরদেহ সেখানে ছিল না। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, একজন নারী দ্রুত মরদেহটি একটি ভ্যানে করে মোল্লাহাটের দিকে নিয়ে গেছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আমরা কাজ করছি এবং ঘাতক বাসটি শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।”
এদিকে, এলাকার সাধারণ মানুষ ও যানবাহনচালকদের অভিযোগ, মহাসড়কে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস সার্ভিসের বেপরোয়া গতি ও দায়িত্বজ্ঞানহীন আচরণ দীর্ঘদিন ধরেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিহতের পরিচয় শনাক্ত ও ঘাতক পরিবহনকে আটক করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।