চৌগাছার হাকিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
চৌগাছা (যশোর) প্রতিনিধি
বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলার চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) বিকেলে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এটি ছিল শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তৃতীয় দিনের কর্মসূচির অংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান। তিনি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং দেশের স্বার্থে সাহসী নেতৃত্বের কথা তুলে ধরেন।
তিনি বলেন,
“শহীদ জিয়া কেবল একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত নির্মাণের অন্যতম কারিগর। আজকের তরুণ প্রজন্মের উচিত তাঁর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেওয়া।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। তিনি বলেন,
“জিয়াউর রহমান দেশকে স্বাধীনতার পর রাষ্ট্রীয় কাঠামোয় দাঁড় করিয়েছেন। তাঁর আদর্শই আমাদের অনুপ্রেরণা।”
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি খিজির হায়াত খান, বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবু, মাষ্টার শহিদুল ইসলাম, মাষ্টার মহিদুল ইসলাম, এসএম মিলন, আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ, আঃ সাত্তার, মাহফুজুর রহমান পলেন, ইতালি প্রবাসী বিএনপি নেতা আফিল উদ্দিন দফাদার, কৃষকদলের উপজেলা সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, তারেক জিয়া পরিষদের যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খান টিপু সুলতান, যুবনেতা ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, শফিকুল ইসলাম, এম ইলিয়াসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অঙ্গ-উপাঙ্গ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত নেতৃবৃন্দ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এই আয়োজনের মাধ্যমে নেতৃবৃন্দ শহীদ জিয়ার আদর্শ ও জীবন দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিএনপিকে একটি গণতান্ত্রিক ও জনগণের দল হিসেবে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।