
কবিতা: কী আছে, কী নেই
– প্রভাষক জাহিদ হাসান
আছে,
গণতন্ত্রের নামে দেশদ্রোহীদের অপতৎপরতা,
রাজনীতির নামে লুটপাট-জবরদখল,
ক্ষমতালোভীদের দেশবিরোধী ষড়যন্ত্র,
আন্দোলনের নামে সহিংসতা,
উর্ধ্বতনের প্রতি অধস্তনের অবাধ্যতা,
শান্ত জনপদকে অশান্ত করার পাঁয়তারা,
নিবন্ধন সনদ জালিয়াতির মাধ্যমে শিক্ষকতা,
চাকরিজীবীদের বেতন আত্মসাৎ,
চিকিৎসার পথরোধ করে মানুষ হত্যা,
লুটেরা-খুনীদের পদোন্নতি,
ফ্যাসিবাদের পক্ষে অন্ধ সমর্থন,
অজ্ঞতা-অভদ্রতা,
হিংসা-বিদ্বেষ-অনৈক্য,
ঘুষ-দুর্নীতি-স্বজনপ্রীতি,
সন্ত্রাস-চাঁদাবাজি,
গুম-খুন-ধর্ষণ,
জুলুম-নির্যাতন,
অন্যায়-অবিচার,
ব্যবসার নামে সুদের কারবার,
হিংস্রতা-বর্বরতা,
আধুনিকতার নামে নগ্নতা,
সততার আড়ালে কপটতা,
স্বার্থের দ্বন্দ্ব-প্রাসাদ ষড়যন্ত্র,
উপকারী আত্মীয়কে অপমান,
ঘৃণিত ব্যভিচারীকে সম্মান,
নোংরামি-মিথ্যাচার-সমালোচনা,
প্রেম-ভালোবাসার অভিনয়ে প্রতারণা।
নেই,
সুশিক্ষা-মনুষ্যত্ব,
খাঁটি দেশপ্রেম,
শান্তি-সম্প্রীতি,
সুশাসন-ন্যায়বিচার,
সুনীতি-পরোপকার,
আত্মসমালোচনা-আত্মসংশোধন,
পারস্পরিক মমত্ববোধ,
ছোটদের প্রতি স্নেহ,
বড়দের প্রতি সম্মান,
যোগ্যদের মূল্যায়ন।
কবি: জগন্নাথপুর, সুনামগঞ্জ।