গণতন্ত্রের শহীদদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তার শাহাদাৎবার্ষিকীর এই মাহফিলে আমরা কেবল তার জন্য নয়, বরং গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন—তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।”
শুক্রবার (৩১ মে) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে বাদ মাগরিব আয়োজিত এক আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে প্রবাসী নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
তারেক রহমান বলেন, “খুব বেশি দিন আগের কথা নয়—মাত্র এক বছরেরও কম সময় আগে, গত জুলাই-আগস্ট মাসে স্বৈরশাসক তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যে দমন–পীড়ন চালিয়েছে, তা নজিরবিহীন। শত শত মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষ আহত ও পঙ্গু হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ে ৬৩ জন শিশুকে হত্যা করা হয়েছে, যা মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ।”
তিনি বলেন, “বাংলাদেশে যারা আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তাদের রক্ত, ঘাম ও আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। ইতিহাস একদিন এই দমন-পীড়নের বিচার করবে, আর জনগণের রায়ই হবে চূড়ান্ত এবং অবধারিত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। এ ছাড়া বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান, ৫ আগস্টের শহীদগণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মাহুতি দেওয়া সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।