টানা বৃষ্টি: রাজধানীসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, নোয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
আবহাওয়া ডেক্স:
বাংলাদেশের রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আকাশ ঢেকে আছে ঘন কালো মেঘে, থেমে থেমে ঝরছে ভারী বর্ষণ। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে — ২৮৫ মিলিমিটার। এই বৃষ্টির পরিমাণ গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ধীরে ধীরে ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপে এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরই প্রভাবে দেশে শুরু হয়েছে প্রবল বর্ষণ। গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতের দিকে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে এবং স্থলভাগে প্রবেশ করার পর এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
এ ধরনের আবহাওয়ার কারণে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলেও ব্যাপক বৃষ্টির খবর পাওয়া গেছে। অনেক এলাকায় সড়ক ডুবে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা মৌসুম এখনও শুরু হয়নি, কিন্তু তার আগেই এমন টানা বৃষ্টিপাত এই বছরের আবহাওয়ার এক ব্যতিক্রমধর্মী চিত্র তুলে ধরছে।
আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। দেশের নদী তীরবর্তী ও নিচু এলাকাগুলোতে সম্ভাব্য বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপকূলবর্তী অঞ্চলের জেলেদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে সকল সরকারি ও বেসরকারি দপ্তরকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।