1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জামায়াতকে নয়, আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই” — শফিকুর রহমান | দৈনিক সংবাদ ৭১
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয়করণের দাবিতে ৬৪ জেলা থেকে ঢাকায় আসছেন শিক্ষকরা বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সংস্কারের অভাবে পানির নিচে রাস্তা, চরম দুর্ভোগে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশি নারী গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা তারুণ্যের উৎসবে ৩০০ বৃক্ষরোপণ: পরিবেশ রক্ষায় যুবসমাজের শপথ ফকিরহাটে জলাবদ্ধতা নিরসনে নদী-খালে জাল-পাটা উচ্ছেদ অভিযান দুমকিতে সেতু নির্মাণ প্রকল্পের সুপারভাইজারের রহস্যজনক মৃত্যু কক্সবাজারে মোবাইল কোর্টের অভিযান রামপাল পরিদর্শনে জেলা প্রশাসক: শৃঙ্খলা, উন্নয়ন ও আন্তরিকতার বার্তা

জামায়াতকে নয়, আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই” — শফিকুর রহমান

নিজেস্ব প্রতিবেদন
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫

 

জামায়াতকে নয়, আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই” — জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের লক্ষ্য জামায়াতকে ক্ষমতায় নেওয়া নয়, বরং ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। আমরা চাই, ইসলামের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা কায়েম হোক, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সমান নিরাপত্তা ও সম্মান পাবে, যেমনটি ছিল পবিত্র মদীনা রাষ্ট্রে।”

শনিবার (৩১ মে) জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই শিবিরটি অনুষ্ঠিত হয় নীলফামারী জেলার সৈয়দপুরে। শুক্রবার শুরু হয়ে শনিবার দুপুরে তা শেষ হয়।

“আমাদের আকাঙ্ক্ষা হলো প্রতিটি মানুষকে দ্বীনের ছায়াতলে আনা”

শিক্ষাশিবিরে দেয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, “আমাদের ইখলাস থাকতে হবে, দ্বীনের কাজকে নিছক সংগঠন কিংবা রাজনীতির কাজ হিসেবে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে, প্রত্যেক মানুষ যেন দ্বীনের ছায়াতলে আসে। আমরা আল্লাহরই সাহায্য চাই, চোখের পানি ফেলে সিজদায় পড়ে সেই সাহায্য প্রার্থনা করতে হবে।”

তিনি আরও বলেন, “মুমিনদের প্রধান দায়িত্ব হলো প্রতিবেশীর হক আদায় করা। আমরা সবাই আল্লাহর গোলাম, সেটাই আমাদের পরিচয়। সংগঠনের কেউ কোনো অপরাধ করলে তার বিচার অপরাধ অনুযায়ীই হবে। ব্যক্তি নিজেকে পাহারা দেবে, আর সংগঠন সবাইকে পাহারা দেবে।”

সংগঠনের দায়িত্বশীলদের প্রতি সতর্কবার্তা ও নির্দেশনা

ডা. শফিকুর রহমান দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, “বুঝে-শুনে জনশক্তিকে পরিচালনা করতে হবে। সংগঠনের মজবুতি অর্জনের জন্য কুরআন, হাদীসসহ সকল বুদ্ধিবৃত্তিক বিষয়ে অধ্যয়ন বাড়াতে হবে। পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে। পরিবার যদি সুশৃঙ্খল হয়, সমাজ ও জাতিও সুশৃঙ্খল হবে।”

তিনি আরও বলেন, “শহীদ নেতৃবৃন্দের রক্ত, মজলুমদের চোখের পানি এবং মুখলিছ কর্মীদের ত্যাগের কারণেই আজ জনগণের আস্থা ও ভালোবাসা আমাদের প্রতি বৃদ্ধি পেয়েছে। এই ভালোবাসাকে দ্বীনের পথে কাজে লাগাতে হবে।”

সাংগঠনিক দৃঢ়তা ও আদর্শচর্চার প্রতি আহ্বান

শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মমতাজ উদ্দিন।

আবদুল হালিম বলেন, “আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সাংগঠনিক ও সামাজিক জীবনে সুন্দর আচরণ ও চরিত্র থাকা আবশ্যক। উত্তম ব্যবহার দায়িত্বশীলদেরকে জনশক্তি ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে।”

মুহাম্মদ শাহজাহান বলেন, “আমাদের প্রতিটি কাজ আখিরাতমুখী হতে হবে। সংগঠনের মজবুত ভিত্তি হলো ইউনিট সংগঠন। ইউনিট শক্তিশালী হলে সংগঠন শক্তিশালী হবে, আর তখনই আমরা জনসমর্থন নিয়ে দ্বীনের আলো ছড়িয়ে দিতে পারব।”

সম্প্রীতি ও ঐক্যের ডাক

সমাপনী বক্তব্যে আমিরে জামায়াত দেশের সকল ইসলামী দল ও শক্তির সাথে সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এককভাবে নয়, সম্মিলিতভাবে আমরা ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে চাই। ইসলামী মূল্যবোধ ও আদর্শ নিয়ে যারা কাজ করছে, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত।”

এই শিক্ষাশিবিরে রংপুর-দিনাজপুর অঞ্চলের বর্তমান ও সাবেক জেলা আমিরবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।