প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৬:৪৯ এ.এম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে বন্যা পরিস্থিতি।
মোঃ রাজিব হোসেন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে বন্যা পরিস্থিতি।
মোঃ রাজিব হোসেন
গতকাল ২৯শে মে থেকে সারাদেশে চলছে প্রচন্ড বৃষ্টিপাত সেই সাথে দমকা হওয়া এবং বজ্রপাত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বিরামহীন বৃষ্টির ফলে উপকূলীয় অঞ্চল সহ দেশের সকল নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে হাওর এবং পুকুরের চাষের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ। ঘরবাড়ি আশ্রয়স্থল পানির নিচে তলিয়ে গেছে। দেশের দক্ষিণাঞ্চল তথা খুলনার সাতক্ষীরা, বাগেরহাট এবং বরিশালের বরগুনা, পটুয়াখালী এবং ভোলার নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও নোয়াখালীর হাতিয়া এবং সন্দীপ মূল ভূখণ্ডের সাথে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন এখন।নদী ও সাগর উত্তাল। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ নৌযোগাযোগ ব্যবস্থা।ভেঙে গেছে অনেক নদী ও সাগর উপকূলীয় বাঁধ। বসতবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। নিম্নাঞ্চলের মানুষগুলো আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা জরুরি হয়ে পড়েছে। জরুরী সহায়তার অভাবে ঘটতে পারে মানবিক বিপর্যয়। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য তাই এই মুহূর্তে বিস্তারিত জানা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর বলেছে যে এই নিম্নচাপের ফলে সৃষ্ট বৈরি আবহাওয়া আগামী ২রা জুন পর্যন্ত অব্যহত থাকতে পারে। এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হ্রাস করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ রইলো। সেই সাথে দেশের সচ্ছল নাগরিকদেরকে এই দুর্যোগপ্রবণ এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.