প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ১২:০৪ পি.এম
ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল
বিশেষ সংবাদদাতা
ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল
বিশেষ সংবাদদাতা :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও উপকূলীয় জেলাগুলোতে সর্তকতা জারি থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা গ্রহণে অনড় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে এক ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এক যুগ পর আগামী শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
জানা যায়, দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছেন। মোট ১৩৭টি কেন্দ্রে একযোগে এই বিশাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা শহরভিত্তিক এসব কেন্দ্রগুলোতে সকাল ১১টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
অন্যদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপটি, যা বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। এই আবহাওয়া পরিস্থিতিতে বিশেষ করে উপকূলীয় জেলার পরীক্ষার্থীরা উৎকণ্ঠায় রয়েছেন।
এই ধরনের প্রতিকূল পরিবেশেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই বলছেন, জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপটি যেকোনো পরিস্থিতিতেই পেরোতে হবে। জীবনের ঝুঁকি থাকলেও তারা কেন্দ্রের উদ্দেশে বের হতে হবে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.