প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৫, ১২:৪৭ পি.এম
সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দেওয়া হলে অস্থিরতা কেটে যাবে: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের আমীর
বিশেষ সংবাদদাতা

প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। গতকাল রাতে তারা প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় গিয়ে দেশের বর্তমান পরিস্থিতির উত্তরণ নিয়ে আলোচনা করেন এবং পরামর্শ দেন যে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দেওয়া হলে চলমান অস্থিরতা কেটে যাবে।
শনিবার (২৪ মে ২০২৫) রাত ৯টা ৪০ মিনিটে জামায়াতের আমীর যমুনার বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন তিনি একটি অর্থবহ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন দিতে চায়। এরসাথে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। সেইসাথে বলেছে দেশের যে কিছুটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে তা অনেকটা কেটে গেছে। বাকীটাও কেটে যাবে। তিনি বলেন জামায়াতে ইসলামী সবার আগে দেশের স্বার্থ দেখে।
তিনি বলেন, আমাদের কথাগুলো প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন অন্যদের কথা শুনে সিদ্ধান্ত নিবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে একটু অস্থিরতা সৃষ্টি হয়েছিল তা অনেকটা কেটে গেছে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.