
জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে ফ্রান্স এবং ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে স্পেন যাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স হবে। ফ্রান্স ও কোস্টারিকা কনফারেন্সের কো-হোস্টের দায়িত্ব পালন করছে। এতে যোগ দিতে দেশটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় প্রধান উপদেষ্টাকে, তবে তিনি কনফারেন্সে যোগ দেবেন না। তার পরিবর্তে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফ্রান্সে ওশেন কনফারেন্সে যাবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওশেন কনফারেন্সে যোগ দিতে ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে।