মানবিক সমাজ গড়ে তুলতে যুব সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে সমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলে সব দল ও ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। সমাজে দুই ধরনের রাজনীতিবিদ আছেন। নির্বাচনের আগে ভোটে জিততে তারা মধুর কথা বলেন। পরে ভুলে যান। আরেক ধরনের রাজনীতিবিদ আছেন, তারা জনগণের দেয়া আমানতকে নিজেদের বোঝা মনে করেন। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হবে এমন প্রত্যাশায় ভোট দিয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে কাজ করেন।