চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভা যুবলীগের সভাপতি মাহবুব আলমকে গ্রেফতার করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত মাহবুব আলম, ২০২২ সালের ২৫ এপ্রিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের কচুয়ার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতা-কর্মীদের উপর গাড়ি বহরে হামলা ও ওই অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর মামলার আসামী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মামলার বিষয়ে বিমানবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত অফিসারদের চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় ফোর্স পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।