আত্মপ্রকাশ ঘটলো জাতীয় নাগরিক পার্টির যুব উইংয়ের ‘জাতীয় যুবশক্তি’র। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন,“এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ আজ।”
‘জাতীয় যুবশক্তি’র ফেসবুক পেইজ শেয়ার করেন নাহিদ ইসলাম। সেখানে বলা হয়েছে, ‘এখন যৌবন যার, দেশ গড়ার শ্রেষ্ঠ সময় তার’-সেই লক্ষ্যকে সামনে রেখে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব উইং- ‘জাতীয় যুবশক্তি’।
আজ (শুক্রবার) বিকেল তিনটায় যে ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ ঘটবে, সে কথাও নিজের পোস্টে জানান বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ।