
রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ
রুয়েল ইসলাম রুবেল (মাল্টিমিডিয়া প্রতিনিধি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার গণ বিজ্ঞপ্তিতে জানান যে, সম্প্রতি অদ্ভুত পরিস্থিতির কারণে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নাম্বার III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে অদ্য ১৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাননীয় বিচারপতি প্রধান বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট , মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট , বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা ,সমাবেশ, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হলো ।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি নিশ্চিত করেন: শেখ মোঃ সাজ্জাদ আলী (এনডিসি) কমিশনার , ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
এতে আরও বলা হয়, তাছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।
এর আগে, গত ১০ মে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।