প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ১:৪৩ পি.এম
দেশের সব আদালতে চালু হচ্ছে নতুন সেবা
নিজেস্ব প্রতিবেদন

দেশের সব জেলা ও মহানগরে সুপ্রিম কোর্টের আদলে হেল্পলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ মে ২০২৫) বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে ‘ন্যায়বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় প্রধান বিচারপতি সব নাগরিকের বিচার সেবায় অভিগম্যতা এবং বিচারসংক্রান্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের সব অধস্তন আদালত/ ট্রাইব্যুনালের সঙ্গে সব নাগরিকের বিচারিকসেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও নানাবিধ অনিয়ম দূরীকরণের উদ্দেশ্যে দেশের ৬৪ (চৌষট্টি) জেলায় ও ৮ (আট) মহানগর এলাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদলে হেল্পলাইন চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে মর্মে উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ/বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহকে ধাপে ধাপে হেল্পলাইনের আওতাভুক্ত করা হবে।
প্রসঙ্গত এ সংক্রান্তে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সুপ্রিম কোর্ট থেকে গত ১৩ মে একটি বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে। এতে জেলা পর্যায়ে হেল্পলাইন সার্ভিস চালু করতে প্রতি জেলায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে মর্মে উল্লেখ রয়েছে। তিন সদস্যের কমিটি বিচারপ্রার্থী জনগণের অনুকূলে হেল্পলাইনের মাধ্যমে প্রদত্ত সেবার মাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা জজশীপের জেলা ও দায়রা জজের মাধ্যমে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠাবেন।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.