ঈশ্বরগঞ্জে ৫৬ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার আটক- আহত ১৫
শাহ আলম কৌশিক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৬ বোতল ভারতীয় মদবাহী প্রাইভেটকারসহ মো. রুকনউজ্জামান(২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ। রুকনউজ্জামান গাজীপুর জেলার শ্রীপুর কেওয়া বাজার এলাকার মো.জসিমের ছেলে।
১৪ মে (বুধবার) রাত আটটার দিকে ময়মনসিংহ থেকে মদ পরিবহনের কাজে ব্যবহৃত কিশোরগঞ্জগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২২-৩১২৩) বেপরোয়া গতিতে ঈশ্বরগঞ্জ মধ্যবাজার অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৬-৭টি ইজিবাইকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে প্রাইভেটকার-টি। এসময় সাধারণ জনতা প্রাইভেটকারটি আটকের চেষ্টা করেও ব্যর্থ হয়। বেপরোয়া ওই গাড়িটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে এক নারীসহ ৩ জনকে চাপা দিয়ে পালিয়ে যাবার সময় চরহোসেনপুর মার্কাজ মসজিদের সামনে বৈদ্যুতিক খুুঁটির সাথে ধাক্কা খায়। এসময় বিক্ষুব্ধ সাধারণ জনতা গাড়িটিকে ভাঙচুর করে গাড়ির ভেতরে থাকা কার্টুন ভর্তি ভারতীয় ব্র্যান্ডের মদের বোতল লুট করে নেয়।
গাড়ি চাপায় আহত হয়েছে মোট ১৫ জন। আহতরা হলেন, বাচ্চু মিয়া (৪৫), মামুন (৩৩), চম্পা (৩৫), বিপুল (২০) ফরিদ মিয়া (২২), শাহানাজ পারভীন(৪০) কে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি মো.ইকবাল হোসাইন, অফিসার ইনচার্জ (ওসি) মো.ওবায়দুর রহমান পুলিশের একটি দলসহ ঘটনাস্থলে পৌঁছেন। এসময় উৎসুক জনতার ভিড়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই গাড়ির ভেতরে মদের খালি কার্টুন ও কয়েকটি ভাঙা বোতল পাওয়া যায়। গাড়ির পেছনের ডিক্কির ভেতরে মদের কার্টুন রয়েছে বলে ধারণা উপস্থিত জনতার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) ও সড়ক পরিবহন আইন (২০১৮) ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত আসামী রুকনউজ্জামান কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওবায়দুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভারতীয় ব্র্যান্ডের মদের বোতল সহ প্রাইভেটকারটি আটক করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাইভেটকারটি তল্লাশি করে ৫৬ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার করা হয়। ০৭ দিনের রিমান্ডের আবেদনসহ আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি মামলা রুজু করে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।