স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, জামায়াতের উপজেলা শাখার আমীর মাওঃ গোলাম মোর্শেদ,পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক বিএম হাফিজুর রহমান, আনছার ও ভিডিপি কর্মকর্তা রিজিয়া খাতুন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমিন, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, আন্দুলিয়া বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মামুন হোসেন, শাহাজাদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহাবুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, শিক্ষা অফিসার এসএম বজলুর রশিদ ও মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবির হোসেন, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্য মনজুরুর আলম লিটু, এসএম হাবিব পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, উপজেলা পুজা পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পালসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।