প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ৯:৫১ পি.এম
মো. সাকির হাওলাদার জেলা প্রতিনিধি পটুয়াখালী
জেলা প্রতিনিধি পটুয়াখালী

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ সাকির হাওলাদার, জেলা প্রতিনিধি পটুয়াখালী । পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের রাকিব আকনের ছেলে মোঃ মুবিন হোসেন (৫) পারিবারিক সূত্রে জানা যায়, দাদা মোঃ লিটন আকন সহ পরিবারের কয়েকজন একত্রে বাসা সংলগ্ন বেড়েরধন নদে লাইফ জ্যাকেট পড়ে আনুমানিক দুপুর দুইটার দিকে গোসল করতে নামে শিশু মুবিন। সাতার কাটা অবস্থায় সকলের অগোচরে পানির নীচে তলিয়ে যায়। কিছুক্ষন পরে শুধু লাইফ জ্যাকেট ভাসতে দেখে স্বজনরা ডাক - চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে খোজাখুজি শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। ডুবুরি ও স্থানীয় লোকজন প্রায় ২০ মিনিট খোজাখুজি শেষে নদের মাঝে তলদেশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ মালেক মিয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.