
৪৩ বছর ধরে নিখোঁজ থাকা এক ইসরায়েলি সেনার মরদেহ সিরিয়া উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা মোসাদ। সার্জেন্ট ফার্স্ট ক্লাস জাভি ফেল্ডম্যান নামের এই সেনাকে ১৯৮২ সালের সুলতান ইয়াকুব যুদ্ধে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল।
রবিবার (১১ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। টাইমস অব ইসরায়েল ও আল আরাবিয়া নিউজ সূত্রে এ খবর জানা গেছে।
আইডিএফ এবং মোসাদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে সিরিয়ার কেন্দ্রস্থল থেকে সার্জেন্ট ফার্স্ট ক্লাস পদে অধিষ্ঠিত তজভিকা ফেল্ডম্যান নামে একজন ইসরাইলি সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং তার দেহ দেশে আনা হয়েছে।
১৯৮২ সালে সিরিয়া সীমান্তের কাছে পূর্ব লেবাননের বেকা অঞ্চলে সুলতান ইয়াকুবের নেতৃত্বে ইসরাইলি সেনা এবং সিরিয়ার সেনাবাহিনী একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। সেই যুদ্ধে হারিয়ে গিয়েছিলেন ফেল্ডম্যান-সহ আরও দুই সৈন্য। অবশেষে ৪৩ বছর পর উদ্ধার হল ফেল্ডম্যানের দেহ।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, “সার্জেন্ট ফেল্ডম্যানের প্রত্যাবর্তন সম্ভব ছিল। তিনি একটি জটিল এবং গোপন অভিযানের মাধ্যমে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন।” জভিকা ফেল্ডম্যানের মৃতদেহ জিনোমিক আইডেন্টিফিকেশন সেন্টার ফর ফলন সোলজার্স অফ দ্য মিলিটারি র্যাবিনেট শনাক্ত করেছে। তবে সিরিয়ার গভীর থেকে তার দেহাবশেষ কীভাবে খুঁজে পাওয়া গেল, সেই বিষয়ে কিছুই জানায়নি ইসরাইল সেনা।
প্রসঙ্গত, তজভিকা ফেল্ডম্যান ছিলেন ইসরাইলি সেনাবাহিনীর একজন ট্যাঙ্ক সৈনিক। ১৯৮২ সালের যুদ্ধের সময় তিনি সার্জেন্ট ফার্স্ট ক্লাস ইয়েহুদা কাটজ এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস জাচারি বাউমেলের সঙ্গে নিখোঁজ হয়ে যান।