ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সংযম প্রদর্শনের জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার সন্ধ্যায় নিজের ফেইসবুক আইডিতে দেওয়া পোস্টে তারেক রহমান শান্তিপূণভাবে সংঘাত নিরসনে দুই দেশকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘যেহেতু আশপাশে উত্তেজনা বাড়ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।’
উল্লেখ্য, কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবারে পাকিস্তানের মূল ভূখণ্ডে ‘অপারেশন সিন্দুর’ চালিয়েছে ভারত। দেশটির এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।