প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৪:১২ পি.এম
বিশ্রামে বেগম খালেদা জিয়া
নিজেস্ব প্রতিবেদন

দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন চিকিৎসকরা।
মঙ্গলবার ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে ম্যাডামকে দেখে আসছেন। ম্যাডাম ভালো আছেন। বিশেষ করে মানসিক অবস্থাটা খুবই ভালো আছে। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলবে। তিনি মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শে বাসায় বিশ্রামে আছেন। তিনি বলেন, ফিরোজার সামনে বা আশপাশে ভিড় না করতে দলের নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলবে। তিনি মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন। এজন্য দলীয় নেতা-কর্মীদের দেখা-সাক্ষাতের ওপর আপাতত নিষেধাজ্ঞা রয়েছে। তাদের ভিড় এড়ানোর জন্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার চিকিৎসকদের পরামর্শক্রমে এই নিষেধাজ্ঞা দেন। ফলে গত দুই দিনে তাঁর পরিবারের লোকজন ও নিকট আত্মীয়স্বজন ছাড়া তেমন কেউ বাসায় যাননি।
উল্লেখ্য , যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফেরেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। এর আগে উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। সেদিনই তাঁকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এ হাসপাতালে টানা ১৭ দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ জানুয়ারি তিনি হাসপাতাল থেকে লন্ডনে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় যান। ওই বাসায় থেকেই তিনি পরবর্তী চিকিৎসা নেন।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.