
বগুড়া গাবতলীতে দুই ব্যক্তি গ্রেফতার
আপেল মাহমুদ ব্যুরো প্রধান বগুড়াঃ
বগুড়ার গাবতলী মডেল থানার অভিযানে ওসি সিরাজুল হক এর নির্দেশনায় উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীর পাড়া মধ্যপাড়া গ্রামের ছামাদ মন্ডলের ছেলে রায়হান (৩১) কে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে থানা পুলিশ। পৃথক ভাবে গাবতলীতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আল মাসুদ এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার সদর ইউনিয়নের তরফভাইখা গ্রামের মজিবর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩২) কে মাদক সেবনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ ২৫ এপ্রিল শুক্রবার ২ জন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।