প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৯:৫৩ পি.এম
বগুড়ায় একটি চাপাতি ও ছিনতাইকৃত নগদ ১৪ হাজার টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার
আপেল মাহমুদ ব্যুরো প্রধান বগুড়াঃ

বগুড়ায় একটি চাপাতি ও ছিনতাইকৃত নগদ ১৪ হাজার টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার
আপেল মাহমুদ ব্যুরো প্রধান বগুড়াঃ
বগুড়া শহরের চকফরিদ কলোনি ফাতেমা কর্টেজ নামক বাসার সামনে হতে, যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলারশিপ মোছাঃ আম্বিয়া খাতুন এর ম্যানেজার মোঃ তারেক কে কতিপয় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগত ৯,১৬,০০০/- টাকা ছিনতাই হয় এ ঘটন বাদি অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা নং-৫৬, তাং-২২/১২/২০২৪ ধারা - ৩৯৪ দঃ বিঃ রজু হয়। উক্ত বিষয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হলে জেলা গোয়েন্দা শাখা তদন্তের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল ডিবির একটি টিম শহরের কলোনি বটতলা এলাকায় উক্ত ছিনতাইয়ের মুল হোতা আরিফ শেখ (৩২), পিতা আজিজ শেখ, সাং লতিফপুর মধ্যপাড়া, শাহজাহানপুর, তার পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষ ভাবে রাখা আনুমানিক ১৫ ইঞ্চি লম্বা ধারালো চাপাতিসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে ছিনতাইয়ে সাথে জড়িত অপর দু'জন আসামী চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) ও একই উপজেলার শাহজাহানপুরের গণ্ডগ্রামের খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদকে সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ও তাদের নিকট থেকে ছিনতাইকৃত নগদ ১৪,০০০/- টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে হত্যা ছিনতাই মারামারিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে।
প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ছিনতাই কাজে ব্যবরিত দেশিও অস্ত্র উদ্ধার, ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
গ্রেফতারকৃত আসামি আরিফ শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.