কেন্দ্র পরিবর্তনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহ আলম কৌশিক,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবীতে বিক্ষোভ করেছে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বুধবার ২৩ এপ্রিল শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার মুক্তিযোদ্ধা মোড়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্তরে তাদের দাবীর বিষয় তুলে ধরে বলেন, পৌর এলাকা থেকে ১৪ কিলোমিটার দূরে পূর্বে ঘোষিত কেন্দ্র পরিবর্তন করে ঈশ্বরগঞ্জ মহিলা কলেজে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হোক।
শিক্ষার্থীদের অভিযোগ, আটারেবাড়ী ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে গেলে নানা সমস্যায় পড়তে হয় । নিরাপত্তাহীনতা, শিক্ষকদের পরীক্ষার সময় অসহযোগিতা ও নানা ধরনের অভিযোগ করেন শিক্ষার্থীরা। এই কারণে আঠারোবাড়ী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে অন্য যে কোন কলেজে করার দাবি করেন শিক্ষার্থীরা।
এই বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, “তাদেরকে আশ্বস্ত করেছি। যৌক্তিক দাবির বিষয়ে ইতিমধ্যে দায়িত্বশীল কর্মকর্তার সাথে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রাথমিক আলোচনা করেছি। আন্দোলনকারী ছাত্ররা লিখিত অভিযোগ দিয়েছে। বিধি মোতাবেক অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা নেয়ার জন্যে কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে।