রাণীনগরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড
মোঃ আরাফাত আলী (নওগাঁ ব্যুরো প্রধান):
নওগাঁ জেলার রাণীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন রাণীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. হেলাল (৫০), আসাদুল (৪০), আব্দুর রাজ্জাক (৩৮) ও মো. হোসেন (৩২)। তারা সবাই কাশিমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাশিমপুর ডাঙ্গাপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন ব্যক্তি মাদক সেবনে লিপ্ত ছিলেন। তাৎক্ষণিকভাবে রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় ওই চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান বলেন, “মাদকবিরোধী কার্যক্রমে আমরা সব সময় কঠোর অবস্থানে রয়েছি। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে।”
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “আটককৃতদের রাতে কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”
এদিকে স্থানীয় বাসিন্দারা এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযানে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সম্ভব।