ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক অস্ত্র সহ ০১ জন আসামী গ্রেফতার।
আশুলিয়া স্টাফ রিপোটার
মোঃ বাবুল হোসেন
গত ১৭/০৪/২০২৫২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১২.১০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন জিরাবো ফুলবাগান রোড, কাটুন ফ্যাক্টরী, এসএএস প্যাকেজিং এর ওয়েস্টিজ কাটুনের ব্যবসা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাদলে এলাকায় নিজ অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারের জন্য নিজ দখলে থাকা অবৈধ বিদেশী পিস্তুল দিয়ে আসামী মোঃ দেওয়ান জিয়া ০২ রাউন্ড ফাঁকা গুলি চালায় ।
ঢাকা জেলার পুলিশ সুপার এর নির্দেশক্রমে ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম ১৯/০৪/২০২৫ তারিখ রাত ০০.৪৫ ঘটিকা হইতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অভিযুক্ত আসামী ০১। মোঃ দেওয়ান জিয়া (৪০),পিতা-মোঃ আলী দেওয়ান নেওয়াজ, মাতা- মোছাঃ আমেনা বেগম, সাং- জিরাবো, থানা- আশুলিয়া, জেলা- ঢাকাকে ধৃত করেন। ধৃত আসামীর দেওয়া তথ্য ও দেখানো মতে ১৯/০৪/২০২৫ বিকাল আনুমানিক ১৫.৪০ ঘটিকার সময় তার বসত বাড়ীর পারিবারিক কবর স্থানে সংরক্ষিত অবস্থায় ব্যবহৃত একটি পিস্তল (যাহার গায়ে MADE IN USA. NO-1117,ONLY ARMY SUPLY লেখা আছে), একটি ম্যাগাজিন ও খালি খোসা উদ্ধার করা হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।