প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:৪৬ পি.এম
নওগাঁয় ডিবির অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক
মোঃ আরাফাত আলী (নওগাঁ ব্যুরো প্রধান):
নওগাঁয় ডিবির অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক
মোঃ আরাফাত আলী (নওগাঁ ব্যুরো প্রধান):
নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অভিনব কৌশলে বহনকৃত ৭৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় তাদের এক সহযোগী পালিয়ে গেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মামুনের নেতৃত্বে একটি দল নওগাঁ-রাজশাহী সড়কের মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর গ্রামের পালপাড়ার মোড়ে অবস্থান নেয়। এ সময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও দুই জনকে আটক করে। সানোয়ার হোসেন (৩৮), পিতা: ফজলুর রহমান, গ্রাম: ক্যাসাডাঙ্গা, রাজশাহী ও নার্গিস আক্তার, পিতা: জব্বার হোসেন, গ্রাম: ইদুর বটতলি, নওগাঁ সদর, নওগাঁ।
আটককৃতদের ব্যাগে থাকা বিস্কুটের মোড়কে প্যাকেট খোলার পর বেরিয়ে আসে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা মাদকগুলো বিস্কুটের প্যাকেটে ভরে পরিবহন করছিলো।
এ বিষয়ে নওগাঁ জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.