প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১১:১০ পি.এম
নওগাঁয় ১২০বোতল ফেনসিডিল’সহ ২ মাদক কারবারি গ্রেফতার
মোঃ আরাফাত আলী (নওগাঁ ব্যুরো প্রধান):
নওগাঁয় ১২০বোতল ফেনসিডিল'সহ ২ মাদক কারবারি গ্রেফতার
মোঃ আরাফাত আলী (নওগাঁ ব্যুরো প্রধান):
নওগাঁর নিয়ামতপুরে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫-এর একটি অভিযানিক দল।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র আলিম মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।
জানা যায়, র্যাব-৫ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিপিসি-১-এর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ৯টা ৪৫ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্রীমন্তপুর ইউনিয়নের অন্তর্গত বরেন্দ্র আলিম মাদ্রাসার পূর্ব পাশে খেলার মাঠে অভিযান পরিচালনা করে।
অভিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে মাসুদ রানা (৪০) এবং শ্যামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩২)-কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই সময় মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে বলে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাদকের সম্ভাব্য রুটসমূহে নজরদারি বাড়ায় এবং উক্ত স্থানে উপস্থিত হয়ে অভিযান চালায়। অভিযান চলাকালে উপরোক্ত আসামিদের ১২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
উল্লেখিত ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.