filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

ফকিরহাট কারামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে এস এস সি পরীক্ষার চলার সময়।
আজিজুল গাজী কলেজ প্রতিনিধি
ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটে তৃতীয় দিন এসএসসি ও সমমানের পরীক্ষায় উপস্থিতির হার ৯৯.১৪ ভাগ। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ৪টি কেন্দ্র ও একটি ভেন্যুতে বাংলা গণিত পরীক্ষা আরও তিনটি ভেন্যুতে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২৫ সালে ফকিরহাট উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩ হাজার ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় ২৯ জন অনুপস্থিত থাকায় পরীক্ষা ৩ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ফলে শতকরা উপস্থিতির হার ৯৯.১৪ ভাগ।

পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে কেউ বহিস্কার হয়নি। পরীক্ষার্থীদের মধ্যে ১হাজার ৯৪২ জন ছাত্র ও ১ হাজার ৪৯৭ জন ছাত্রী। কেন্দ্রগুলো হলো মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু শিরীণ হক পইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া বেতাগা ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয়, লখপুর আলহাজ্জ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুল, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা । ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, উপজেলার সকল কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ কারিগরিদের কোন পরীক্ষা ছিল না। পরীক্ষা খুবই শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারা গেছে তাদের পাঠ্য বইয়ের ভেতর থেকেই প্রশ্নপত্র হচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন ও সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন থাকেন।