
কুঞ্জেরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা
রিয়াজ ফরাজি
ভোলার কুঞ্জেরহাট উপ-শহরের উত্তর চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বোরহানউদ্দিন উপজেলা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আকবর পিন্টু কে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বুধবার (১৬ এপ্রিল ২০২৫) দুপুরে উত্তর চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস রুমে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে পুস্পস্তবক দিয়ে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন মাতাব্বর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান শিক্ষক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের একাজেমিক মান, সার্বিক পরিবেশ, অবকাঠামোগত সমস্যাসহ নানা দিক তুলে ধরেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন, সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন, স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহীন হাওলাদার, কাচিয়া ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ রাসেল শাহ্ প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অতিথিবৃন্দকেও পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী আকবর পিন্টু বিদ্যালয়ের শিক্ষক্ষ ও শিক্ষার্থীদের ফুলেল অভিবাদনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দের সাথে আনন্দমুখর ফটোসেশানে অংশ নেন।