প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৯:৪৫ পি.এম
রাণীনগরে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)

রাণীনগরে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১০এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান, গত বছরের ২৬আগষ্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে মিরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা গ্রামের ওসমান আলীর ছেলে মকলেছুর রহমান (৬৩) ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মঙ্গলপাড়া গ্রামের আনোয়ার প্রামানিকের ছেলে সাদিকুল ইসলাম নয়ন (৪২)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.