প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৯:৩০ এ.এম
সাবেক এমপি মুকুলকে পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা।
মোঃরাজিব হোসেন।

সাবেক এমপি মুকুলকে পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা।
মোঃরাজিব হোসেন।
ভোলা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় সে এবং তার স্ত্রী জাহানারা ইয়াসমিন, ছেলে রায়হান আবিদ অমি এবং মেয়ে আমেনা আজম অর্শির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আলী আজম মুকুল এবং অন্যদের বিরুদ্ধে অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে খবর জানতে পেরে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.