
মির্জাগঞ্জে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার ।
সাকির হাওলাদার জেলা প্রতিনিধি পটুয়াখালী
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদারকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গতকাল বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর ঐ আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক জহিরুল ইসলাম জুয়েল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ হালিম সিকদারের পুত্র।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম হাওলাদার জানান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় (মামলা নং -৭) সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।